//azoaltou.com/afu.php?zoneid=3651748 //azoaltou.com/afu.php?zoneid=3683887
top of page
Search

ত্রয়োদশ সংখ্যা ।। ষষ্ঠ ই- সংস্করণ ।। ফেব্রুয়ারী ২০২১


ree



ree

ভাণ পত্রিকা


ত্রয়োদশ সংখ্যা ।। ষষ্ঠ ই- সংস্করণ ।। ফেব্রুয়ারী ২০২১ ​ ​


সম্পাদক :


ree

সম্পাদনা সহযোগী :


ree

প্রচ্ছদ :


ree

নক্সা পরিকল্পক :


ree
ree




অন্যান্য কাজে :



ree


ree

ree

ভাণ-এর পক্ষে


ree

কর্তৃক ​

৮৬, সুবোধ গার্ডেন, বাঁশদ্রোণী, কলকাতা : ৭০০০৭০ থেকে প্রকাশিত। যোগাযোগ : ৯৬৪৭৪৭৯২৫৬

( হোয়াটসঅ্যাপ ) ৮৩৩৫০৩১৯৩৪ ( কথা / হোয়াটসঅ্যাপ )

৮৭৭৭৪২৪৯২৮ ( কথা ) Bhaan.kolkata@gmail.com ( ই - মেল ) ​

Reg. No : S/2L/28241


সম্পাদক বললেন


২১'এর শুরুতে এসে কোভিড এর ভয় সত্যিই মিহি হয়েছে। অপচয়ের মধ্যে দাঁড়িয়েও হঠাৎ আলোর ঝলকানি দেখা যাচ্ছে। তবে সামনের কয়েকমাস যে করোনার চেয়েও বিপজ্জনক মহামারী হিসেবে উঠে আসছে রাজনৈতিক বৈরিতা, দলাদলি, হিংসা এবং আরো সহজ করে বললে রক্তপাত এবং মৃত্যু - এতে বোধকরি সচেতন নাগরিকদের মনে বিন্দু মাত্র সন্দেহ নেই। ক্ষমতা বদলের আভাস টুকু পেয়ে জন-প্রতিনিধিদের নির্লজ্জ দলবদল রাজনীতিকে চরম ভাড়ামোতে রূপান্তরিত করেছে। বিক্রিত এবং সেকারণেই বিকৃত গণমাধ্যম কেবলই স্টোরি থেকে বাস্তব সত্যকে জলাঞ্জলি দিয়ে চাটুকারিতার সর্বোচ্চ উদাহরণ তৈরি করছে। দুই মাসের অধিককাল ধরে চলা স্বাধীন ভারতের সর্ববৃহৎ কৃষক আন্দোলনের ন্যায্য দাবিকে তুলে না ধরে অসাধু ব্যবসায়ী ও নিকৃষ্ট রাজনীতিকদের জোটের হয়ে আন্দোলন ভেস্তে দেওয়ার কাজে লেগেছে। মহামান্য সুপ্রীম কোর্টের মধ্যস্ততাকেও নিশ্চিন্ত ও প্রশ্নহীন বলে মেনে নেওয়া যাচ্ছে না। চৈতন্য- নজরুল- রবীন্দ্রনাথের দেশে গণতন্ত্রের উৎসব মানেই এখন আতঙ্কিত হওয়া- অশ্লীলতা অশালীনতা, ক্ষমতার নির্লজ্জ প্রর্দশনী আর রাজনৈতিক হিংসা আর রক্ত নদীর ভয়ার্ত আশঙ্কা।একসময় যে বিহার- উত্তরপ্রদেশের দিকে আমাদের কটাক্ষ ধাবিত হতো,আজকে সেই তাদের চোখেই বাঙালি উপহাসের পাত্র। এই কথাটিকে মাথায় রেখেই সামনের তিন চারটি সংখ্যার "বিষয় বিশেষ "হিসেবে উঠে আসবে "রাজনৈতিক সংস্কৃতি" এর নানা প্রসঙ্গ। এই সংখ্যা দিয়ে আপাতত শেষ হচ্ছে "রঙ্গের নানা মঞ্চ" এর প্রসঙ্গটি।


রঙ্গের নানা মঞ্চ নিয়ে এবারের সংখ্যায় লিখেছেন অধ্যাপক শান্তনু সরকার, ইন্দুদীপা সিনহা। এবং রাস্তার নাটকের শক্তির অভিজ্ঞতার কথা জানিয়েছেন সৈকত ঘোষ। রিয়া চক্রবর্তী প্রখ্যাত ইরানিয়ান চলচ্চিত্র নির্মাতার জনপ্রিয় ছবি- টু প্লাস টু ইকুয়াল টু ফাইভ" নিয়ে লিখেছেন সংক্ষিপ্ত কিন্তু একটি ঝরঝরে নিবন্ধ। একালের গুণী শিল্পী স্নিগ্ধদেব সেনগুপ্ত তার গায়ক জীবনের একটি অনন্য এবং জরুরী অনুভূতি কয়েক কিস্তিতে লিখবেন বলে মনস্থির করেছেন। লেখাটির নাম দিয়েছেন "গায়কের গেরো"। সৌগত চট্টোপাধ্যায় লোকসংস্কৃতির অধ্যাপক এবং বিশেষজ্ঞ। লোকসংস্কৃতির ভবিষ্যত নিয়ে আশার কথা শুনিয়েছেন তিনি তাঁর নিবন্ধে।

ভাণ তার কথামতো নিয়মিত। প্রতি মাসের মাস পয়লায় একগুচ্ছ তাজা লেখা নিয়ে সে আবির্ভূত হচ্ছে। প্রয়োগকলা ও সংস্কৃতি চর্চা বিষয়ক বাংলা মাসিক হিসেবে কিছু পরিচিতি পাচ্ছে আপনাদের মতো গুণী পাঠকের বদান্যতায়। কাজ চালাতে তো কিছু অর্থকড়ির প্রসঙ্গ এসেই পড়ে, এতোদিন সেকথা তুলিনি। পরের সংখ্যায় আপনাদের কাছেই হাত পাতবো। অনুদানের। যতটুকু আপনার সাধ্য। আগাম জানিয়ে রাখলাম। ভালো থাকবেন। ভালো রাখবেন।



ree

Comments


Subscribe to Site

Thanks for submitting!

© 2020 Bhaan Theatre | Designed by Capturegraphics.in
bottom of page