//azoaltou.com/afu.php?zoneid=3651748 //azoaltou.com/afu.php?zoneid=3683887
top of page
Search

ধর্মের অন্ধতার বিপরীতে যুক্তির আলো '- টেনথ্ প্ল্যানেট এর " গ্যালিলিও" দেখে লিখলেন - দেবহূতি সরকার



গ্যালেলিও

ree

ধর্ম আর বৈজ্ঞানিক সত্যের মধ্যে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রচারে যখন ধর্মের পাল্লা ভারী হয়ে উঠছে ভারতবর্ষে, সত্য অপেক্ষা প্রচার বড় হয়ে উঠছে ক্রমাগত, তখন 'টেনথ প্ল্যানেট' নাট্যদলের এক ঝাঁক তরুণ তুর্কী তৃপ্তি মিত্রের অন্তরঙ্গ মঞ্চে অভিনয় করল ব্রেখটের বিখ্যাত নাটক'গ্যালিলিও', ধর্মের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তির জয় যে নাটকের মূলধন। শম্ভু মিত্র গ্যালেলিওর অভিনয় বাংলা থিয়েটরের জগতে কিংবদন্তি হয়ে আছে, কিছু বছর আগে অঞ্জন দত্ত অভিনয় করেছিলেন দক্ষতার সঙ্গে। এমন একটি বহুল আলোচিত নাটক ও বিখ্যাত প্রজোযনা আবার অভিনয় করার যে সাহস লাগে তা এই নাট্যদল অর্জন করতে পেরেছে দেখে ভালো লাগলো। বিশেষত অন্তরঙ্গ স্পেসে নাটকটির পরিকল্পনা সহজসাধ্য ছিলো না।


ree

সমালোচক : দেবহূতি সরকার



নাটকটিকে সাম্প্রতিক এর সঙ্গে মিলিয়ে দিতে নির্দেশক শরণ্য দে ব্যবহার করেছেন গানের। একদল কোরাস এর গান দিয়েই নাটক শুরু হয়। গানের কথা ধর্মীয় সংখ্যালঘুদের মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে তৈরি হওয়া চাপগুলির স্মৃতি জাগিয়ে তুলতে চায়। এর পরেও কোরাস কয়েকবারই এসেছে এবং প্রতিবারই প্রশ্ন তুলেছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।গ্যালিলিওর আবিষ্কারের কারণে যখন মেয়ের বিয়ে ভেঙে যায় তখন মেয়েটির ব্যক্তিগত যন্ত্রণার প্রকাশ হিসেবেও গানের ব্যাবহার ভালো লাগে। সঙ্গীতায়োজন এই নাটকের অন্যতম বড় সম্পদ তবে লালন ফকিরের গানটি ব্যাবহারের ক্ষেত্রে আরো একটু ভাবনার প্রয়োজন ছিলো বলে মনে হয়।

অন্তরঙ্গ স্পেসে মঞ্চসজ্জা ছিমছাম- দুটি টুল আর একটি মই। এইটুকুকে ব্যবহার করেই অভিনেতা অভিনেত্রীরা বোঝাতে চেষ্টা করেছেন সমস্ত দৃশ্যকে, গ্যালিলিওর ঘরই হোক বা বাইরেই হোক। সবসময় যে তা খুব স্পষ্ট হয়েছে এমন কথা বলা যাবে না। একটি সাইনবোর্ড থাকে যা বারবার বদলে যায় দৃশ্যান্তরে। ভাবনাটি ভালো তবে নতুন কিছু নয়।


ree

নাটকটির নাট্যদ্বন্দ্ব এবং সংলাপ এতটাই আবিষ্ট করে রাখে যে হয়ত শুধু পাঠ করে গেলেও দর্শক উঠতে পারবে না। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আরো অনেক অনুশীলনের প্রয়োজন আছে বলেই আমাদের মনে হয়। গ্যালিলিওর চরিত্রে পরিচালক চেষ্টা করেছেন ঠিকই কিন্তু আবিষ্কারের আনন্দ বা চার্চের চাপে নতিস্বীকার এর পর ভেঙে পড়া এক বিজ্ঞানীর মানসিক দ্বিধা বাইরে থেকে আরোপিত মনে হয়, চরিত্রের গভীর থেকে উঠে আসা নয়। বয়স্ক গ্যালিলিও আন্দ্রেইর কাছে যখন ভয়ের স্বীকার করে তখন বদলে যাওয়া গলা কানের কাছে আবেদন আনে মনে নয়। বিশেষত সেই বিখ্যাত সংলাপ দুর্ভাগা সেই দেশ যেখানে বীরের প্রয়োজন হয়, উচ্চারণের জন্য চরিত্রের নাটকের মধ্যে চরিত্রটির যে ক্রম উত্তরণের প্রয়োজন ছিলো তা অনুপস্থিত। তুলনায় সমুদ্রনীল আন্দ্রেই চরিত্রটিকে সাবলীলভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। নারী চরিত্রের মধ্যে গ্যালেলিওর মেয়ের ভার্জিনিয়ার চরিত্রটিতে অনুরিনা মুখার্জী একদম শেষে বাবার সমব্যাথী হিসেবে কিছুটা পরিণত অভিনয়ের চেষ্টা করেছেন। প্রথম দিকে প্রেমিকার চরিত্রে আরো অনুভূতি আনার প্রয়োজন আছে।স্বল্প পরিসরে সাম্বদীপ চৌধুরী ও অভিজিত সরকার ভালো অভিনয় করেছেন। তবে কোরাসের দলগত অভিনয় খুবই প্রশংসনীয়। তারা নাটকটির গতির অন্যতম সহায়ক। আলোর ব্যবহার উল্লেখের দাবী রাখে। তবে পোশাক পরিকল্পনা নিয়ে আরো একটু ভাবার প্রয়োজন আছে। হয় পিরিয়ড ড্রামার উপযুক্ত পোশাক ব্যবহার করা হোক বা একেবারেই সাধারণ পোশাক। অন্তরঙ্গ জায়গার অভিনয়ে যেহেতু দর্শক ও অভিনেতার দূরত্ব থাকেনা বললেই চলে, তাই গ্যালিলিওর হাতে পাঁচটি রত্ন দেওয়া আঙটি বড়োই চোখে লাগে।


ree

এটি ছিলো নাটকটির প্রথম অভিনয় আশা করি পরবর্তীতে তাঁরা ত্রুটিবিচ্যুতি কাটিয়ে উঠতে পারবেন। বিখ্যাত নাটক অভিনয়ের সাহস যখন দেখিয়েছেন তখন সেই দায়িত্ব পালনের জন্য আরো অনুশীলন তাঁরা করবেন। পরবর্তী অভিনয় ১৮এপ্রিল তপন থিয়েটারে, নির্দেশক বললেন সেদিন তারা এপিক থিয়েটরের কথা মাথায় রেখে সমস্ত প্রেক্ষাগৃহটি জুড়েই অভিনয় করবেন। আশাকরি তখন অভিনয়ের আরো সূক্ষ মাত্রা আমরা দেখতে পাবো। সব মিলিয়ে টেন্থ প্ল্যানেট এর গ্যালিলিও এই সময়ের নাটক হয়ে ওঠার চেষ্টা করে। দলগত ভাবে তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।


ree


ree

Make a Donation





A/C: 40910100004585





IFSC Code:BARB0BUDGEB





Bank Name: Bank Of Baroda





Name in Bank: BHAAN

 
 
 

Comments


Subscribe to Site

Thanks for submitting!

© 2020 Bhaan Theatre | Designed by Capturegraphics.in
bottom of page