//azoaltou.com/afu.php?zoneid=3651748 //azoaltou.com/afu.php?zoneid=3683887
top of page
Search

নেটফ্লিক্সে "দ্য হোয়াইট টাইগার" এ সাদা বাঘ ও আদর্শের উত্থান দেখলেন - অজন্তা সিনহা

Updated: Jun 3, 2021

সাদা বাঘ ও আদর্শের উত্থান


ree

অজন্তা সিনহা


শেষ পর্যন্ত পুরস্কারটা না পেলেও বাফতা (ব্রিটিশ একাডেমি ফিল্ম এওয়ার্ডস)-য় সেরা অভিনেতা

ক্যাটাগরিতে তাঁর নমিনেটেড হওয়াটাই আদর্শ গৌরবের জন্য যথেষ্ট বড় ব্যাপার ছিল। বলা বাহুল্য

আমাদেরও। এই তালিকায় আদর্শের সঙ্গে ছিলেন হলিউডের কিংবদন্তী অভিনেতা এন্থনি হপকিন্স ও অন্যান্য

আন্তর্জাতিক খ্যাত অভিনেতা। আদর্শের কথায়, ";এটা কি পুরস্কারের চেয়ে কোনও অংশে কম?"; বস্তুত, "দ্য

হোয়াইট টাইগার" ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাওয়ের মতো তারকা বা মহেশ মঞ্জরেকরের মতো

প্রতিষ্ঠিত অভিনেতা থাকা সত্ত্বেও দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে আদর্শকেই "স্টার

অফ দ্য শো" বলা হয়েছে।


ree

ছবি : গুগল


বলতে দ্বিধা নেই নেটফ্লিক্স-এ ছবিটি দেখার আগে পর্যন্ত আদর্শকে আমিও সেভাবে চিনতাম না। কিন্তু "দ্য

হোয়াইট টাইগার"-এর বলরাম হালুই থুড়ি আদর্শকে দেখে যাকে বলে বাকশক্তিরহিত হয়ে পড়ার মতো অবস্থা

হলো আমার। স্বীকার করে নিতেই হলো এই তরুণই মনোজ বাজপেয়ী, নওয়াজউদ্দিন সিদ্দিকি, রাজপাল যাদব,

রাজকুমার রাওয়ের যথার্থ উত্তরসূরি। তাঁকে নিয়ে বিস্তারে যাওয়ার আগে "দ্য হোয়াইট টাইগার" নিয়ে আরও

কিছু উল্লেখযোগ্য তথ্য।

বাফতা ছাড়াও আরও বেশ কয়েকটি উৎসবে জায়গা করে নিয়েছে এই ছবি। বিশেষভাবে বলার একাডেমি এওয়ার্ড

অর্থাৎ অস্কারে এ ছবির সেরা স্ক্রিনপ্লের (Adopted ) রূপকার হিসেবে "দ্য হোয়াইট টাইগার"-এর

প্রযোজক ও পরিচালক রামিন বাহরানির নমিনেশন পাওয়া। প্রসঙ্গত, ২০০৮"র বেস্টসেলার অরবিন্দ আদিগা"র

"দ্য হোয়াইট টাইগার" সিলভার স্ক্রিনে আনবার জন্য দশ বছর অপেক্ষা করতে হয় রামিনকে। বইটি প্রকাশের

লগ্ন থেকেই একে নিয়ে সিনেমা তৈরির স্বপ্ন দেখেছিলেন রামিন। বলা বাহুল্য, তাঁর অপেক্ষা একেবারেই ব্যর্থ

হয়নি।


ree

ছবি : গুগল


প্রসঙ্গত, এ ছবির কার্যনির্বাহী প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া। এই জাতীয় সোশ্যাল স্যাটায়ার নির্মাণের

ক্ষেত্রে অনেকটাই বাড়তি মেধা ও পারদর্শিতা প্রয়োজন। তার থেকেও বোধহয় জরুরি আন্তরিক সদিচ্ছা। সেই

জায়গাটার জন্য নিঃসন্দেহে কুর্নিশ পাবেন প্রিয়াঙ্কা। ২০২১-এর ৬ জানুয়ারি লাস ভেগাসে "দ্য হোয়াইট

টাইগার"-এর প্রিমিয়ার হয়। ১৩ জানুয়ারি আমেরিকার অল্প কয়েকটি মুভি থিয়েটারে এ ছবি দেখানো হয়। শেষে

২২ জানুয়ারি আন্তর্জাতিক স্তরে "দ্য হোয়াইট টাইগার"-এর স্ট্রিমিং হয় নেটফ্লিক্স-এর পর্দায়।

এক তরুণের ফুটপাত থেকে রাজপ্রাসাদে পৌঁছনোর এই কাহিনীর পরতে পরতে রয়েছে সাদা-কালো-ধূসরের

বহুমাত্রিক অভিমুখ। আর এইসবের কেন্দ্রে যে, সেই বলরাম হালুয়াইয়ের ভূমিকায় অভিনয় করেই আদর্শ

গৌরব রাতারাতি ঝড় তুলে দিয়েছেন ওয়েব দর্শকের হৃদয়ে। একটি অসাধারণ, পূর্ণাঙ্গ সিনেমা হওয়া সত্ত্বেও

সিনেমা হল বা মাল্টিপ্লেক্স নয়, আদর্শের এই গৌরবময় বিচরণ যে ওয়েব দুনিয়ায় হলো, তা নিতান্তই

প্যান্ডামিক পরিস্থিতির কারণে। নাহলে, হলের দর্শক যে প্রবল আবেগ ও উন্মাদনায় নবীন প্রজন্মের এই

অনুপম প্রতিভাকে বরণ করে নিত, তাতে কোনও সন্দেহ নেই।

জামসেদপুরে ১৯৯৪ সালে জন্ম আদর্শ গৌরবের। প্রথম প্রেম ছিল শাস্ত্রীয় সংগীত। মাত্র পাঁচ বছর বয়সে

তাঁর সংগীত শিক্ষা শুরু। পরিবারে গানের চর্চা ছিল। ঠাকুমা ভালো গাইতেন। বাবাও ভালোবাসতেন গানবাজনা।


ree

ছবি : গুগল


পরিবারের উৎসাহ ও গুরু চন্দ্রকান্ত আপ্তের ট্রেনিংয়ে এই প্রতিভাধর কিশোর খুব তাড়াতাড়ি স্থানীয়

সংগীত অনুষ্ঠান ও প্রতিযোগিতাগুলিতে শ্রোতাদের নজর কেড়ে নিতে লাগলেন। ঝাড়খন্ড আইডল-এর

ফাইনালিস্ট (২০০৫) আদর্শ ভবিষ্যতে একজন নামী কণ্ঠশিল্পী হবেন এটাই স্বাভাবিক ছিল। কিন্তু খ্যাত

হলেন অভিনেতা হিসেবে। এ প্রসঙ্গে দু"টি কথা। এক, গান তিনি ছাড়েননি। পুরোদমে চর্চায় রয়েছেন এখনও। দুই,

বহুমুখী প্রতিভার অধিকারী আদর্শ সংগীতের পাশাপাশি থিয়েটার চর্চাতেও পা রাখেন যথাসময়ে। অর্থাৎ গান

ও অভিনয় দু"টি জগতেই নিজের প্রতিভা, গুণ, দক্ষতা,একাগ্রতার মাধ্যমে একদিন জায়গা করে নেবেন

তিনি,সেই পরিক্রমার প্রস্তাবনা শুরু হয়ে যায় শৈশবেই।

এবার সেই যাত্রাপথের আনন্দগান। সাল ২০০৭। বাবা কর্মসূত্রে মুম্বই বদলি হলেন। পরিবারের সঙ্গে

আদর্শও এলেন মুম্বই। ওই বছরই দক্ষিণ মুম্বইয়ের বিখ্যাত কালা ঘোড়া আর্ট ফেস্টিভ্যালে সংগীত

পরিবেশন কালে সংশ্লিষ্ট শিল্পবোদ্ধা মানুষজনের নজরে পড়েন আদর্শ। সেখানেই প্রথম তাঁকে বলা হয়,

অভিনয়ক্ষেত্রেও নিজের প্রতিভা বিকাশের চেষ্টা করে দেখতে পারেন তিনি। সংগীত পরিবেশনকালে এমন কি

দেখা গেছে তাঁর মধ্যে,যেখানে তাঁর অভিনয় প্রতিভার ঝলক ছিল, তা বলতে পারবেন উপস্থিত রসিকজন। আমরা

এটাই বলবো, তাঁদের চোখ ভুল দেখেনি। নিতান্তই তরুণ আদর্শ সঙ্গে সঙ্গেই রাজি ! আগ্রহের কারণ, টিভিতে

দেখা যাবে তাঁকে। যাই হোক, তাঁর অভিনয় জয়যাত্রার সূচনাপর্বটি ছিল এমনই মজাদার !

এরপর "মাই নেম ইজ খান"-এ শাহরুখের ছোটবেলার চরিত্রে কাজ করা ও স্কুলে পড়াকালীন মঞ্চে অভিনয়---

সবই প্রায় একইসঙ্গে ঘটছিল আদর্শের জীবনে। তারপর মুম্বইয়ের মিঠিভাই কলেজে ভর্তি হওয়ার পর

সেখানকার ড্রামা টিমের সদস্য হলেন আদর্শ। সংগীত তখনও সঙ্গেই আছে তাঁর। এইসময়ই এক এজেন্ট তথা

কাস্টিং ডিরেক্টরের মাধ্যমে যোগাযোগ রায়েল পদমসির সঙ্গে। তাঁকে রায়েলের কাছে পোর্টফোলিও পাঠাতে

বলেন ওই এজেন্ট। এভাবেই খুলে গেল আর একটি দরজা। রায়েলের থিয়েটার কোম্পানির বিভিন্ন প্রযোজনায়

গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন ছবিতেও প্লে ব্যাকে সুযোগ পেলেন আদর্শ। কারণ, ততদিনে প্লেব্যাকের

জন্যও তৈরি তিনি। একটি বড় মাপের মিউজিক রিয়ালিটি শোয়ের সৌজন্যে সুরেশ ওয়াটকরের মতো গুণী শিল্পী ও

গুরুর সান্নিধ্য পেয়েছেন আদর্শ। সেইসূত্রেই প্লেব্যাক গাইলেন "ব্ল্যাক এন্ড হোয়াইট", "চল চলে"-র মতো

ছবিতে।


ree

ছবি : গুগল


আদর্শের অভিনয়ে পাকাপাকি আসাটা ঘটলো জন আব্রাহাম এন্টারটেইনমেন্ট প্রযোজিত "ব্যানানা" ছবিতে।

পরিচালনা সাজিদ আলি। এ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পান তিনি। এরপর অনুরাগ কাশ্যপের শর্ট

ফিল্ম "ক্লিন শেভেন"-এ, এখানে তাঁর বিপরীতে ছিলেন রাধিকা আপ্তে। পরের কাজ অতনু মুখার্জির "রুখ" ছবিতে

মুখ্য চরিত্রে, মনোজ বাজপেয়ীর সঙ্গে। এরপর থ্রিলার ছবি "মম", কাজ করলেন শ্রীদেবীর মতো তারকার পাশে।

একটু লক্ষ্য করলেই বোঝা যাবে, শুরু থেকেই আদর্শের কেরিয়ারগ্রাফ ছিল বেশ ব্যতিক্রমী। একদিকে তাঁর

বহুমুখী প্রতিভা। অন্যদিকে বারবার তাঁকে খুঁজে নিচ্ছিলেন মঞ্চ ও পর্দার গুণী ও বোদ্ধা নির্মাতাগণ। আর

এভাবেই আদর্শের "দ্য হোয়াইট টাইগার" থুড়ি বলরাম হালুয়াই হয়ে ওঠা।

আদর্শ গৌরবের অভিনয় প্রসঙ্গে বিশেষভাবে উঠে আসে থিয়েটারের কথা। তাঁর পেশাদারি জীবনে সুযোগগুলি

আসছিল। তিনি কাজও করছিলেন। কিন্তু এরই সঙ্গে নিজের অভিনয়ের উৎকর্ষতা বৃদ্ধির দিকেও লক্ষ্য ছিল

তাঁর। ২০১৬"তে কিছুদিন সব কাজ বন্ধ রেখে এইজন্যই তিনি ভর্তি হন মুম্বইয়ের বিখ্যাত অভিনয়

শিক্ষাকেন্দ্র ড্রামা স্কুল মুম্বই-এ। এখানকার শিক্ষা শেষ করে আদর্শ আমাজন প্রোডাকশনের "ডাই ট্রাইং"


ছবি : গুগল


ও টিভিএফ প্রোডাকশনের "হোস্টেল ডেজ"-এ কাজ করেন। তবে, ২০১৮-য় দীপা মেহতার নেটফ্লিক্স সিরিজ

একাডেমি নমিনি "লীলা"-য় অভিনয় আদর্শের গ্রহণযোগ্যতা যে অনেকটা বাড়িয়ে দেয়, তাতে কোনও সন্দেহ নেই।

তাঁর জন্মগত সঙ্গীত প্রতিভা ও নাটকের শিক্ষা তারুণ্যের শুরুতেই অভিনেতা হিসেবে একটি ব্যতিক্রমী স্থান

দিয়েছে আদর্শকে। বলিউডের ভিন্নধারার অভিনেতাদের সঙ্গে এখনই উচ্চারিত হচ্ছে তাঁর নাম। আর "দ্য

হোয়াইট টাইগার" আদর্শকে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি। এখনও পর্যন্ত যতদূর দেখা গেছে, নিজেকে

চূড়ান্ত বিকশিত করার ক্ষেত্রে এতটুকু সমঝোতা করছেন না তিনি। শোনা যায়, বলরামের চরিত্রে প্রাণ

প্রতিষ্ঠা করার তাগিদে একমাস একটি চায়ের দোকানে নিজের পরিচয় গোপন রেখে কাজ করেন আদর্শ। এ

ছবিতে তাঁর রিয়ালিস্টিক অভিনয় আন্তর্জাতিক স্তরে নজর কেড়েছে এভাবেই। ভবিষ্যতে সুযোগ পেলে এই তরুণ

যে আরও চমকে দেওয়ার মতো কাজ করবেন, তাতে কোনও সন্দেহ নেই।



ree

Make a Donation

A/C: 40910100004585

IFSC Code:BARB0BUDGEB

Bank Name: Bank Of Baroda

Name in Bank: BHAAN

 
 
 

Comments


Subscribe to Site

Thanks for submitting!

© 2020 Bhaan Theatre | Designed by Capturegraphics.in
bottom of page