//azoaltou.com/afu.php?zoneid=3651748 //azoaltou.com/afu.php?zoneid=3683887
top of page
Search

ফটোগ্রাফি আদতে কি?


ree

তপেশ‌ মুখার্জি


হটাৎ করে ফটোগ্রাফি নিয়ে কিছু লেখার একটি আমন্ত্রণ পেলাম একটি অনলাইন পত্রিকা "ভাণ পত্রিকা"থেকে। সুযোগ হারাতে চাইলাম না,যদিও সেরকম মাপের চিত্রগ্রাহক আমি নই।যাক আর কথা না বাড়িয়ে আসল লেখায় ফিরি।ফটোগ্রাফারদের আর্টিস্ট হিসাবে চিত্রশিল্পীরা সেরকম আমল দেয়না।কিন্তু ফটোগ্রাফি একটা ক্রিয়েশন,শিল্পের মধ্যেই পরে।চিত্রগ্রাহক তার ক্যামেরার ফ্রেমের মধ্যে তার ক্রিয়েশন তৈরি করে।কিছু ক্ষেত্রে দু-তিনটে ফ্রেমের সাহায্যে এক নতুন ফ্রেম করে,এক অসামান্য চিন্তাধারা প্রয়োগ করে।সেটাও কিন্তু একটি বিশাল ক্রিয়েশন।

ফটোগ্রাফিতে অসাধারণ ফ্রেম আর সাধারণ ফ্রেম বের করে আনাটাই হচ্ছে আসল ক্রিয়েশন।সেখানেই বিচার হয় একজন ফটোগ্রাফার ও একজন ভালো শিল্পীর। প্রযুক্তিগত ক্যামেরা এখন এমন হয়ে গেছে যে একটি মানুষ যে ফোটোগ্রাফি জানে না,সেও কিছু ফ্রেম আনতে পারবে কিন্তু সেটাকে কি ফটোগ্রাফি বলে?একদম না।ওটাকে সুভিনিয়ের ক্যাচ বলা উচিত।প্রচুর মানুষ বেড়াতে গিয়ে বা অনুষ্ঠান বাড়িতে মোবাইল ক্যামেরা দিয়ে অনেক ছবি তুলছে।কিন্তু ওটাতে তার কোনো চিন্তাশক্তি প্রয়োগ নেই শুধুমাত্র যা ভালো লাগছে ক্লিক করছে।

আসল ফটোগ্রাফি হলো একটি ফ্রেমে একজন ফটোগ্রাফার কিছু গল্প দেখিয়েছেন বা কিছু সাধারণ চোখে ধরা পরেনি কিন্তু ফটো ক্লিকে ক্যান্ডিড মুডে এক অসামান্য মুড এসেছে।

একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাহাড়,সমুদ্র,নদী বা যে কোনো সুন্দর ল্যান্ডস্কেপ,একটি সুন্দরী মেয়ের মুখ,এগুলো একটি লেন্সের মধ্যে ধরে একটি ফ্রেম।বিশেষ কোনো ক্রিয়েশন নেই,যদিও আজকাল এডিটিংয়েই সব ফ্রেমকে সাংঘাতিক আকর্ষিত করে সাধারণ মানুষকে,কিন্তু ভাল চিন্তাশীল ফ্রেম হয় না।দেখা যায় প্রথম দেখেই একটা উচ্ছাস বের হয় তারপর আর ছবিটা নিয়ে বেশি ভাবে না।

কিন্তু অতি সাধারণ প্রেক্ষাপটে চিত্রগ্রাহকের চিন্তাশক্তি দিয়ে যে ফ্রেম বের হয়,সেটা যারা দর্শককে ছবিটা নিয়ে ভাবতে বাধ্য করে সেখানেই একটি ফটোগ্রাফার শিল্পের সত্তা উঠে আসে।

ফ্রেম হবে এমন যেটা দেখে,ভালো বলবে না,খারাপ বলবে না,কিন্তু উপেক্ষা করতে পারবে না।তখনই হবে এক ফটোগ্রাফারের আসল কৃতিত্ব,এক শিল্পের সৃষ্টি।


ree

 
 
 

Comments


Subscribe to Site

Thanks for submitting!

© 2020 Bhaan Theatre | Designed by Capturegraphics.in
bottom of page