লাল পাখি হলুদ বনে' অভিনয় নিয়ে ব্যক্তি অনুভূতির গদ্য আঁকলেন - ময়ূরী মিত্র
- Avijit Mitra
- Jul 8, 2021
- 3 min read
Updated: Jul 10, 2021

লেখক : ময়ূরী মিত্র
★ এক
রাস্তা দিয়ে লম্বা লম্বা শিসের ডাক ডেকে ছুটে যাচ্ছে বাস গাড়ি। লোকজনে
থিকথিক। তার মাঝে হুট বলতে চোখ উল্টে মরে গেল লোকটা। একদম দমাশ করে।
সামান্য তফাতে দাঁড়িয়ে দেখলেন অভিনেতা। মৃত্যুদৃশ্য। মৃদুমন্দ বেদনা বা উথাল
পাতাল বিহ্বলতা---কিচ্ছু হলো না তাঁর। সত্যি বলতে অচেনার বিপর্যয় কতটুকুই বা
বিব্রত করে পাশের দর্শককে! দর্শককরূপী আরেক অচেনা মানুষকে। তো হলো কী---
নিজের ভেতরে অনুভবের অভাব বুঝে অভিনেতা অস্থির হলেন। মানুষের মৃত্যুতেই যদি
minimum শোক না হয় কেমন করে মঞ্চে গাঁথবেন মানুষের গাথা? দৌড়লেন নাট্যগুরু
স্তানস্লাভস্কির কাছে।
নিজের empty হৃদয়টাকে বারকয়েক ঝাঁকিয়ে নিয়ে প্রশ্ন করলেন স্লাভস্কিকে ---
আপনি যে বলেছিলেন মঞ্চে দুঃখ দেখাতে গেলে বাস্তবের দুঃখে নিজেকে খানিক
খেলিয়ে নিতে হয়। ওই ধেড়ে দামড়া লোকটার মরণ দেখে আমার তো বিরক্তিই
আসছে। যাই বলুন---হঠাৎ মরে গিয়ে যান চলাচল বন্ধ করে লোকটা খুবই
কাণ্ডজ্ঞানহীনের কাজ করেছে। এছাড়া আর কিছুই মনে আসছে না আমার। এইটুকু
অনুভব নিয়ে মঞ্চে এবার কী করব আমি?
স্লাভস্কি নিরুত্তেজ। নাট্যশিক্ষক তিনি। শেখাবার প্রখর বাসনাকে সবসময়
শিক্ষার্থীর সামনে প্রকাশ করলে অনেকসময় তর্কই বাড়ে -- তত্ত্ব প্রসারিত হয়
রাবারের মতো। মাঝখান থেকে অভিনেতার দর্শন মন ও অনুভব থেকে সরে যাওয়ার
সম্ভাবনা তৈরি হয়। স্লাভস্কি তাই হয়তো কিচিরমিচির হেসে কেবল বললেন--- কাল
একবার যেও ঐ রাস্তায়। আর হ্যাঁ---যাওয়ার সময় রাস্তাটা ভালো করে খেয়াল
করতে ভুলো না।
ক্রমশ মেজাজ হারাচ্ছেন অভিনেতা।---- কেন কাল আবার কী হবে! আরেকটা মরবে
নাকি? তাহলেও তো ঐ এক--একই---একই---হবে আমার। আরেকটা অচেনা মরবে।
আরেকটু বিরক্তি বাড়বে। তারপর সে বিরক্তি ভরা মনে মঞ্চে ফোটাতে হবে বেদনা!
নাহ! এতো বড় ঝামেলা!
বলেও গেলেন কিন্তু অভিনেতা। ফিরেও এলেন। ----আজ তো রাস্তা শুনশান। আহা!
কাল যেন বড়ো গাড়ির ভিড় লেগেছিল। “-- -- বলে চলেছেন অভিনেতা আর মস্কো
থিয়েটারের আচার্য দেখছেন অভিজ্ঞতা বলতে বলতে আজ যেন বড়ো শান্ত নম্র
হয়ে যাচ্ছেন তাঁর বদমেজাজি শিষ্যটি। কেবল একটি স্তব্ধ রাস্তার বর্ণনায়
নিজেকেও যেন খেয়াল করছেন না এতকালের extremely selfconscious অভিনেতা।
পরপর সাতদিন একই রাস্তায় চলাচল চলল অভিনেতার। ঠিক সাতদিন বাদে কাঠফাটা
দুপুরে ঐ রাস্তার পাশে দাঁড়িয়ে বড়ো ভারাক্রান্ত লাগছে যেন হৃদয়! অভিনেতা ভেবে
চলেছেন একমনে ---আহা! জীবন কী অনির্দিষ্ট! সাতদিন আগের দিনটা আজ আর
কই? সেদিন যে ছিল আজ সে নেই। কোথাও নেই। আজ রাস্তায় অন্য যাত্রী। অন্য
যানে চলেছে সে। জীবন মৃত্যুর gap খুঁজে না পেয়ে অভিনেতা এবার ছুটছেন মঞ্চের
দিকে। ওহ একটি মানুষের চলে যাওয়া এত মহীয়ান? তার দুহাতের মুঠোয় ঝরছে কত
কষ্ট কত হর্ষ। সে কষ্টের কত রঙ! সে হরষের এত আভরণ!
খুঁজতে খুঁজতে হন্যে হয়েছেন অভিনেতা। প্রস্তুত। মঞ্চে নামবেন।
আরো খুঁজতে হবে যে।
হ্যাঁ -- মঞ্চে।
মঞ্চেই।

ছবি : গুগল
★ দুই
জোড়া গাঢ় লাল শাড়ি দেখেছিলাম একবার! একবারে একই quantity ও একই shade
এর দুটি লাল। লালের নিখুঁত পরিমিতির মধ্যে একটির সাথে আরেকটির তফাৎ কেবল
তাঁতীর একটি ভুলে। একটি ভুলভাল বুননে। কী করে যেন একটি লাল শাড়িতে আচমকা
দুটো হলুদ সুতোর ফিতে পাড় বোনা হয়ে গিয়েছিল। হলুদের এবড়োখেবড়ো রেখায় মনে
হচ্ছিল -- বোনার সময় কোনো pre-plan ছিল না শিল্পীর। ছিল না বলেই হলদি পাড়
কোনো কোনো জায়গায় ফিকেও হয়ে গেছিল। ফুটছিল এক নতুন রঙ। হলুদচন্দন। আর
সুমহান লাবণ্যে ভরেছিল ভুল হলুদে গাঁথা লাল শাড়ি। একই লাল ভেঙে চুরচুর হয়েছিল
দুটি স্বতন্ত্র বর্ণে।
মাথাখারাপ হয়েছিল অভিনেতা ময়ূরীর। কিনেছিল সে ওই আলুথালু লালটাই। যেখানে
হলুদ এসে আচমকা ফিচলেমি করেছে মাত্তর এট্টুখানি জমিতে। হ্যাঁ গো। ১৪ হাত
রাঙা শাড়িতে হলদে ফিতে মাত্র এক আঙ্গুল। কী তারও কম! অথচ গরিমাখানা
দ্যাখো একবার!
থিয়েটারের নন্দনই বলুন আর দর্শনই বলুন ---- অনেকটা ঐরকম। মঞ্চের কোনো
একটা জায়গায় একটি নধর ফোঁকর তৈরি হওয়া কি অভিনেতার শরীরে অল্প মোচড় --
- কিংবা ধরুন অনেকক্ষণ চলতে থাকা আবহে হঠাৎ একটা বেকায়দা tune যে
কীভাবে নিমেষে বদলে দেয় নাটকটাকে! নির্দেশক বা অভিনেতা কেউই ধরতে পারেন

ছবি : গুগল
না। দু মিনিট আগেও বুঝতে পারেন না --- কাঁচের গুলি সাইজের সুন্দর সার বেঁধেছে
তাঁর নাটকে!
ভেবে দেখুন একবার। আকাশে চোখ তুলে একবার দেখুন ভ্রমণলিপ্সু পাখিগুলো ---
ওই যে ---ওইইই যে! পাকসাট দিচ্ছে পাশাপাশি। তারা চলে পাশে পাশে কিন্তু ডানা
নাড়ায় যে যার নিজের মতো। অচেনা বোলতানে।
Yes। ঠাস লালের শাড়ি বদলে ভুলের হলুদ ছোঁয়া শাড়ি গায়ে মঞ্চে নেমেছিলাম প্রথম
শো এ। ভুল কস্টিউমেই অচেনা কোনো দর্শকের বেতালা খুশি পুলক জাগিয়েছিল
আমার মনের সর্বাঙ্গে। নির্দেশক মনোজ মিত্র ভ্রু কুঁচকেও finally মুচকি
হেসেছিলেন।
Darling Audience! Just Luv u baby!
Make a Donation
A/C: 40910100004585
IFSC Code:BARB0BUDGEB
Bank Name: Bank Of Baroda
Name in Bank: BHAAN





Comments